আজ- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৩:৫৯

এলজিইডিতে নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে এপিএ চুক্তি সাক্ষরিত

 

দৃষ্টি নিউজ:

এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামের হাতে সাক্ষরিত ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিপত্র’ হস্তান্তর করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে ২০২৪-২০২৫ অর্থ বছরের ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’(এপিএ) সাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(২৬ জুন) বিকালে রাজধানীর আগারগাও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ওই চুক্তি সম্পাদন হয়।


এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনের সঙ্গে জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি(এপিএ) সাক্ষর অনুষ্ঠনে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের পরিচালক এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীরা উপটস্থিত ছিলেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) সাক্ষর শেষে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামের হাতে সাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno