আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:১৮

এলেঙ্গায় অবৈধ পলিথিন কারখানা সিলগালা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলাঙ্গা পৌরসভার রৌহা এলাকায় মঙ্গলবার(২০ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে কারখানার ম্যানেজার ও জায়গার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান ওই অভিযান পরিচালনা করেন।

এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, আমদানী ও বাজারজাত করণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার ম্যানেজারকে ১০ হাজার টাকা ও জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ৫০ কেজি পলিথিন উৎপাদনের কাঁচামাল পিপি দানা, ৩০০ কেজি পলিথিন এবং দুইটি বোলিং মেশিন ও একটি কাটিং মেশিনসহ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno