আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৫৫

এলেঙ্গায় প্রতিবন্ধীর বসত ঘর পুড়ে ছাই

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের প্রতিবন্ধী খোকন মিয়ার বসত ঘর অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে ঘুমিয়ে থাকাবস্থায় ঘরে আগুন লাগলেও কেউ হতাহত হয়নি। স্থানীয়দের সহায়তায় এলেঙ্গা ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রতিবেশি প্রত্যক্ষদর্শীরা জানায়, খোকন মিয়ার দো’চালা টিনের ঘরটিতে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। প্রতিবেশিরা আশপাশের বাড়ি থেকে বালতি বোঝাই করে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে।

পরে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু আগুন নেভানোর আগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

অগ্নিকাণ্ডের শিকার প্রতিবন্ধী খোকনা মিয়া জানান, তিনি মাকে নিয়ে ঘরটিতে কোন রকমে ঘরটিতে বাস করতেন। তিনি ভাবলা বাজারের কাঁচামাল ব্যবসায়ী।

আগুনে বসত ঘরটি পুড়ে যাওয়ায় তিনি একবারে নিঃস্ব হয়ে পড়েছেন। আগুনের লেলিহান শিখা তার মায়ের পড়নের কাপড় ছাড়া আর কিছুই রেখে যায়নি।

এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর শরীফুল ইসলাম তালুকদার জানান, তিনি দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন। শারিরীক প্রতিবন্ধী খোকন মিয়া যাতে দ্রুত সরকারি সহযোগিতা পান এজন্য তিনি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno