আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১০:৫৬

ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬৪ বছর উদযাপন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬৪বছর উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সন্তোষ মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গনে ভাসানী ফাউন্ডেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে।

ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ভাসানী গবেষক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন।

ফাউন্ডেশনের মহাসচিব ও ভাসনানীর দৌহিত্র মো. মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুল

বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি মো. আব্দুল হামিদ, প্রগতিশীল (ন্যাপ ভাসানীর) আহ্বায়ক পরশ ভাসানী, বাংলাদেশ যুব অধিকার পরিষদ

টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলিফ, ভাসানী যুব ফাউন্ডেশনের আহ্বায়ক

আমিনুল ইসলাম সুমন, ভাসানী ছাত্র ফাউন্ডেশনের নেতা অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি জনসভায় ‘‌ওয়াআলাইকুম আসসালাম’ বলেই তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন।

তিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। এছাড়া তার আত্মজীবনী ও রাজনৈতিক বিভিন্ন দিক নিয়েও আলোকপাত করা হয়।

বক্তারা আরও বলেন, মওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন সরকারি ভাবে পালন করা হলে আরও ভালো হত।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno