আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৭:৫৪

ওজনে কম দেয়ায় রুপালী ফ্লাওয়ার মিলকে লাখ টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের রাবনা বাইপাস সংলগ্ন রুপালী ফ্লাওয়ার মিল থেকে পণ্যের মোড়কে মুল্য (এমআরপি) না থাকায় এবং প্রতি বস্তায় ওজনে কম দেয়ার দায়ে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মঙ্গলবার(১৯ ডিসেম্বর) বিকালে মিলটিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, পণ্যের মোড়কে কোন মুল্য (এমআরপি) দেয়া হয়নি এবং বস্তার গায়ে ৫০ কেজি ওজন লিখে ৪৯ কেজি নয়শ’ গ্রাম পণ্য বিক্রি করে প্রতিনিয়ত ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছেন। এজন্য বাংলাদেশ ভোক্তা অধিকার আইনের ৪৬ ও ৫৩ ধারা অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno