আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১১:৪১

কালিহাতীতে তিন ওষুধের দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাঘুটিয়া বাজারে বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযান চালিয়ে প্রশাসনিক ব্যবস্থায় তিনটি ওষুধের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।


টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে একটি টিম বাঘুটিয়া বাজার তদারকি করে প্রচুর পরিমাণে মূল্যবিহীন ওষুধ পাওয়ায় প্রিয়াংকা ফার্মেসীকে পাঁচ হাজার, কল্পনা ফার্মেসীকে পাঁচ হাজার এবং লাইসেন্স ব্যতিত প্রচুর পরিমাণে মূল্যবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ব্রাদার্স মেডিকেল হলকে ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ওই বাজার তদারকিমূলক অভিযানে টাঙ্গাইল জেলা পুলিশ সহায়তা করে।


সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, বৃহস্পতিবার সকালে আলু-পেঁয়াজের আড়তে তদারকিমূলক অভিযান চালিয়ে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno