আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১০:৫৬

কালিহাতীর দুই প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকারের জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার(১৮ এপ্রিল) সকালে কালিহাতী উপজেলার হাতিয়া ও সয়া বাজারে অভিযান চালিয়ে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করেছে।

টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে ওই তদারকিমূলক অভিযান চালানো হয়। তদারকি টিমে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিযানে হাতিয়া বাজারের মেসার্স সাদেক বেকারীর পণ্যের মোড়কে মূল্য ও মেয়াদ না থাকা এবং ফ্যাক্টরীতে নোংরা পরিবেশ থাকায় পাঁচ হাজার টাকা এবং সয়া বাজারের মেসার্স মম ফুড প্রোডাক্ট নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, পোড়া তেল ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ হাজার টাকা জারিমানা আদায় করা হয়েছে। এছাড়া ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno