আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:১২

গোপালপুরে ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশিটান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ চাতুটিয়া সীমান্ত বাজারে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। ফাইনাল খেলায় ভেঙ্গুলা একাদশকে হারিয়ে চাতুটিয়া একাদশ বিজয়ী হয়েছে।


দক্ষিণ চাতুটিয়া সীমান্ত বাজার কমিটির সভাপতি মাজহারুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ফাইনাল খেলায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, হাদিরা ইউপি চেয়ারম্যান বিলকিস জাহান, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, দক্ষিণ চাতুটিয়া সীমান্ত বাজার কমিটির সাধারণ সম্পাদক সামছুল হক প্রমুখ।


দক্ষিণ চাতুটিয়া সীমান্ত বাজার কমিটি আয়োজিত রশিটান খেলায় নকআউট পদ্ধতিতে ১৬টি দল অংশগ্রহন করে। পরে অতিথিরা ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno