আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১২:৩৬

গোপালপুরে ওএমএস’র চাল মজুদের দায়ে জরিমানা

 

গোপালপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের গোপালপুরে ১০ টাকা কেজি দরের ২২ বস্তা চাল মজুদ করার দায়ে সবুজ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার হাদিরা ইউনিয়নের ওএমএস’র ডিলার আব্দুল গনির গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২২ বস্তা চাল জব্দ ও তাকে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সবুজ ওই ইউনিয়নের ডিলার আব্দুল গনির ছেলে।

জানা যায়, উপজেলার হাদিরা ইউনিয়নের ওএমএস’র ডিলার আব্দুল গনি ১০ টাকা কেজি দরের চাল বিক্রি না করে ভাদুরীচরের গোডাউনে মজুদ রেখেছিলেন। পরে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে ২২ বস্তা চাল জব্দ করেন।

এসময় ডিলার আব্দুল গনি বিষয়টি টের পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডিলারের ছেলে সবুজকে আটক করা হয়। পরে সবুজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত ডিলারকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno