আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:০৭

গোপালপুরে দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুরে ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার(১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।


গোপালপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।


গোপালপুর উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার আসফিয়া সিরাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাশতুরা আমিনা, স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) ফাত্তাউর রহমান, পিআইও আল মাসুম, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রফিকুল ইসলাম, টিম লিডার নুরুল ইসলাম প্রমুখ।


কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দপ্তর প্রধান ও নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno