আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৭:৪২

ঘরে- বাইরে নারীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

ঘরে- বাইরে সর্বত্র নারীদের নিরাপত্তার দাবিতে মুখে কালো কাপড় বেধে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার(১৬ এপ্রিল) দুপুরে শহরের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সংগঠক ফাতেমা রহমান বীথি, সাধারণ শিক্ষার্থী রাসেল আদনান, মো. মোর্শেদ, প্রত্যয়, মো. রুহুল আমিন প্রমুখ। এসময় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ফেনীতে মাদ্রাসা ছাত্রীকে শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা ও সম্প্রতি টাঙ্গাইল শহরে স্বামীর সামনে এক গৃহবধূকে কয়েক দফায় ধর্ষণ করা হয়েছে। যেখানে স্বামীর কাছে তার স্ত্রী নিরাপদ নয়, পিতার কাছে মেয়ে ও দাদার কাছে নাতনি নিরাপদ নয়। তাই বক্তারা নারীকে ঘরে- বাইরে নিরাপদ রাখার দাবি জানান। পাশাপাশি টাঙ্গাইলের গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের ফাঁসির দাবি করেন বক্তারা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno