আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৪:১৩

ঘাটাইলে কৃষকের হাতে ভর্তুকির হারভেস্টার মেশিন হস্তান্তর

 

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে করোনা সংক্রমণ পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক সঙ্কট দূর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন (ধান কাটার মেশিন) হস্তান্তর করা হয়েছে।

নিবার(৯ মে) দুপুরে উপজেলা পরিষদের সামনে তিন জন কৃষকের হাতে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর জকরেন, স্থানীয় সবংসদ সদস্য অপালহাজ আতাউর রহমান খান।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটা ও মাড়াই করা যায়। এতে ডিজেল খরচ হয় মাত্র পাঁচ লিটার। শ্রমিক সঙ্কট নিরসন ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষকদের সুবিধার্থে এই মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা সরকারিভাবে ৫০% ভুর্তকি দিয়ে মাত্র ১৪ লাখ টাকায় কৃষকের মাঝে দেওয়া হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া তিন কৃষক হচ্ছেন- উপজেলার রসুলপুর গ্রামের মো. মুজিবুর রহমান, দত্ত গ্রামের আব্দুস সামাদ ও সাগরদীঘি গ্রামের হেকমত সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) কৃষিবিদ দিলশাদ জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, দিগড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান বাবু প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno