আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ১০:৩৪

ঘাটাইলে কৃষক আতিক স্মরণে সভা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে পুলিশের গুলিতে নিহত আতিকুর রহমান আতিকের স্মরণে সভা ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৫ মার্চ) আতিকের ২৫তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে কৃষক লীগ ও উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ওই স্মরণ সভা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

শহীদ আতিকের বাড়িতে ঘাটাইল উপজেলা কৃষক লীগের(প্রস্তাবিত) সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। প্রধান আলোচক ছিলেন, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামস্ উদ্দিন।

স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম খান হেস্টিং, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমবায় বিষয়ক সম্পাদক উত্তম কুমার ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঘাটাইল উপজেলা কৃষক লীগের (প্রস্তাবিত) সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু বকর সিদ্দিকী।

স্মরণ সভা শেষে শহীদ আতিকের বাড়ি বসুবাড়ী গ্রামে স্থানীয় গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিগত ১৯৯৫ সালের ১৫ মার্চ ঘাটাইলে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ মিছিলে তৎকালীন বিএনপি সরকারের পুলিশ বাহিনীর গুলি চালায়। এতে কৃষক আতিকুর রহমান (আতিক) নিহত হন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno