আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:৩৬

ঘাটাইলে চারটি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস

 

ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাক্ষ্মণশাসন এলাকায় অভিযান চালিয়ে চারটি অবৈধ কয়লা চুল্লি ধ্বংস ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(২২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে চারটি অবৈধ কয়লার চুল্লি স্থাপন করার দায়ে চুল্লির মালিক যথাক্রমে লিটন ও বাবুল সাহাকে পৃথকভাবে এক লাখ টাকা জরিমানা এবং চুল্লিটি ধ্বংস করা হয়।

ইউএনও অঞ্জন কুমার সরকার জানান, অবৈধ ওই কয়লার চুল্লিটি স্থাপনের জন্য জায়গা দিয়েছেন লিটন নামে স্থানীয় এক ব্যক্তি এবং অর্থ বিনিয়োগ করছে হামিদপুরের ব্যবসায়ী বাবুল সাহা।

ফলে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে চারটি চুল্লিই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno