আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৫৭

ঘাটাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান মো. ফজলুর রহমানের উপর ঘাটাইল সদরের ইউপি চেয়ারম্যান হায়দর আলীর মদদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘাটাইল প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা সদর ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম ঘোষণা করেন। আগামি ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা আগামি মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) স্থানীয় ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি দেন।

মাবনবন্ধনে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘাটাইল প্রেসক্বাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, হায়দার রহমান, স্যাটেলাইট টেলিভিশন নিউজ২৪’এর জেলা প্রতিনিধি আতিকুর রহমান, সাংবাদিক আতা খন্দকার, রবিউল আলম বাদল, জাহান কলি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, সাংবাদিক উত্তম আর্য্য, মো. মাসুম মিয়া, মনোয়ার হোসেন সোহেল. আনোয়ার হোসেন বকুল, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য যুগান্তর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে ইউএনও’র সাথে সংবাদ বিষয়ক কথা বলার সময় ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী পূর্ব শত্রুতার জের ধরে তার উপর অতর্কিতভাবে হামলা করেন। এ সময় যুগান্তর প্রতিনিধির সাথে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ওই ন্যাক্কারজনক ঘটনা স্থানীয় প্রশাসন সুষ্ঠু সমাধান করতে ব্যর্থ হলে শনিবার(১৫ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে অভিযুক্ত করে ঘাটাইল থানায় একটি মামলা(নং-৪, তাং- ১৫/২/২০২০ইং) দায়ের করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno