আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৮:৫৮

ঘুমিয়ে বাস চালানোয় খাদে পড়ে নিহত ১ আহত ২২

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া নামকস্থানে মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) ভোরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২২ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই ঘটনায় নিহত যাত্রী ছায়েদ আলী খান(৬০) নওগাঁ জেলার পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
বাসের আহত যাত্রীরা জানায়, চালক ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন।

বার বার অনুরোধ করার পরও চালক সতর্ক না হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।

নিহতের ভাতিজা বাসযাত্রী আমিনুল ইসলাম জানান, তার চাচাসহ তিনজন ঢাকা যাওয়ার জন্য শনিবার(২০ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে নওগাঁ থেকে রওনা হয়েছিল। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভূঞাপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

গাড়ি সঠিকভাবে চালাতে চালককে যাত্রীরা বার বার অনুরোধ করেন। কিন্তু তিনি সতর্ক হননি। পরে সড়কের বাক ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা একজনের লাশ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। বাসটি সড়কের বাঁক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno