আজ- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সকাল ৮:১৮

চাকুরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:


সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার(২৪ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সাধারণ ছাত্র পরিষদের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, আব্দুস সাত্তার মিয়া, জমির উদ্দিন, হ্যাপি আক্তার, মির্জা রনজু, শহিদ বেগ প্রমুখ।
বক্তারা বলেন, সেশনজটসহ নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ে চাকুরিতে আবেদন করা সম্ভব হয় না। এরই মধ্যে সরকারি চাকুরিজীবীদের অবসরের বয়স দুই বছর বড়ানো হয়েছে। চাকুরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করা এখন সময়ের দাবি। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পরে তারা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno