আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৩:৩২

ছেলে হত্যার বিচার চেয়ে মা-বাবার সংবাদ সম্মেলন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ছেলে নাজমুল হোসেনের হত্যারকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার মা নুরজাহান বেগম ও বাবা মো. আ. বাছেদ। তারা ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে নুরজাহান বেগম লিখিত বক্তব্যে জানান, গত বছরের ১৭ আগস্ট ফুটবল খেলাকে কেন্দ্র করে ছোট ছেলে সোহেল রানার সাথে প্রতিপক্ষের ঝগড়া হয়। ওই দিন রাতে সোহেল ও তার বাবা স্থানীয় পল্টন ময়দান বাজারে গেলে বেল্লাল হোসেন সহ কয়েক ব্যক্তি তার উপর হামলা করে। খবর পেয়ে নাজমুল হোসেন বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠি ও রড নিয়ে তার উপর হামলা করে।

স্থানীয়রা বাবা মো. আ. বাছেদ ও ছেলে নাজমুল হোসেনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে নাজমুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে টাঙ্গাইল হাসপাতাল থেকে নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট সন্ধ্যায় নাজমুল মারা যান।


তিনি জানান, এ ঘটনায় ওই দিনই নাজমুলের চাচা শাহজাহান মিয়া বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। পুলিশ দফায় দফায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেপ্তারকৃত আয়নাল ও হৃদয় নামে দুই আসামি জামিনে মুক্ত হয়ে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তিনি ছেলে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আদালতের নির্দেশে মামলাটি বর্তমানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno