আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ১:৩২

জমির বিরোধে বৃদ্ধের খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার ছোট বৈন্নাফৈর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মোহাম্মদ আলীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দাইন্যা ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, নিহত মোহাম্মদ আলীর ভাই আলাল উদ্দিন, মেয়ে মর্জিনা বেগম, ছেলে মোসলেম মিয়া প্রমুখ।


বক্তারা বলেন, আসামিরা খুব প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


প্রসঙ্গত, গত ২৪ জুলাই জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে মোহাম্মদ আলীর ভাই ও ভাতিজাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ আলীর উপর হামলা করা হয়। স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno