আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:০২

জুয়াড়ি আটকের পর ছেড়ে দেওয়ায় পুলিশের দুই এএসআই প্রত্যাহার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসর থেকে আটককৃত জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অপরাধে থানার দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃতরা হচ্ছেন- মির্জাপুর থানার এএসআই মো. মনির হোসেন ও মো. রেজাউল করিম। রোববার(৬ মার্চ) দুপুরে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. ফজলু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


জানাগেছে, গত ২৭ ফেব্রুয়ারি এএসআই মনির হোসেন ও রেজাউল করিম মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযানে যান। এ সময় তারা চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর বসেছে এমন খবর পান।

তারা সেখানে অভিযান চালিয়ে সমেজ ও রাসেলসহ কয়েক জুয়াড়িকে আটক করেন। পরে মোটা অংকের টাকা নিয়ে ওই জুয়াড়িদের ছেড়ে দেন।

এ বিষয়ে স্থানীয়রা টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে থানা-পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।

পরে এএসআই মনির হোসেন ও রেজাউল করিমকে গত বৃহস্পতিবার(৩ মার্চ) মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno