আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:৫০

ঝাড়ুতে জাতীয় পতাকা টাঙানোয় ব্যাংক প্রহরীর কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইলে মহান বিজয় দিবস উপলক্ষে কৃষি ব্যাংকে জাতীয় পতাকা একটি ঝাড়ুতে টাঙানোর অপরাধে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে(৫৪) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার(১৬ ডিসেম্বর) বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহান স্বপ্নার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা টাঙানোর নির্দেশনা ছিল।

সরকারি নির্দেশনা অমান্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখায় জাতীয় পতাকাকে একটি ঝাড়ুতে টাঙিয়ে রাখা হয়।

জাতীয় পতাকাকে অবমাননার দায়ে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ব্যাংকের ওই শাখার ম্যানেজারসহ সকল কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno