আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৪:৩৭

টাঙ্গাইলের ক্লিনিকে চিকিৎসা সেবা নিশ্চত করতে র‌্যাবের তৎপরতা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্ট্রিক সেন্টারে ডাক্তারের উপস্থিত নিশ্চিত করে স্বাস্থ্য সেবা চলমান রাখার জন্য বৃস্পিতিবার(৯ এপ্রিল) দিনব্যাপী ক্লিনিক মালিক ও স্টাফদের সাথে কথা বলেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত।

এসময় টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিকসহ র‌্যাবের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, করোনা ভাইরাস আতঙ্কে ডাক্তাররা নিয়মিত চেম্বারে বসছেন না। ফলে হাজার হাজার সাধারণ মানুষ সুচিকিৎসা পাচ্ছে না।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং চিকিৎসকদের নিয়মিত চেম্বারে বসতে ক্লিনিক মালিকদের সাথে কথা বলেছি। যাতে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno