আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৫৪

টাঙ্গাইলের তিন উপজেলার ২৩ ইউপিতে নৌকা প্রতীক পেলেন যারা

 

দৃষ্টি নিউজ:

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে শনিবার(২৩ অক্টোবর) বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবী সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও সিলেট বিভাগে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে।


প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মুলতবী সভার সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল জেলার মধুপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা পাওয়া গেছে।


টাঙ্গাইলের ২৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে- মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে মো. গোলাম মোস্তফা খান বাবলু, মির্জাবাড়ী ইউনিয়নে মো. সাদিকুল ইসলাম ও আলোকদিয়া ইউনিয়নে আবু সাইদ তালুকদার।

কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এসএম আনোয়ার হোসেন, সল্লায় মো. আ. আলীম, গোহালিয়াবাড়ীতে মো. আব্দুল হাই আকন্দ, দশকিয়ায় এমএ মালেক ভূঁইয়া, নারান্দিয়ায় মো. মাসুদ তালুকদার, সহদেবপুরে মোহাম্মম মোখলেছুর রহমান খান,

পাইকড়ায় মো. আজাদ হোসেন, কোকডহরায় মো. নুরুল ইসলাম, বল্লায় মো. ফরিদ আহমেদ ও নাগবাড়ী ইউনিয়নে আবদুল কাইয়ুম।

নাগরপুর উপজেলায় সদর ইউনিয়নে মো. কুদরত আলী, সহবতপুরে মো. আনিসুর রহমান, সলিমাবাদে মো. শহিদুল ইসলাম(অপু), পাকুটিয়ায় মোহাম্মদ শামীম খান, গয়হাটায় শেখ সামছুল হক, বেকড়ায় মো. শওকত হোসেন, মোকনায় মো. শরিফুল ইসলাম, দপ্তিয়রে মো. আবুল হাশেম, ভাদ্রায় মো. হামিদুর রহমান ও ধুবুরিয়া ইউনিয়নে মো. মতিয়ার রহমান।


দলীয় প্রতীক নৌকা পাওয়ায় প্রার্থীরা স্ব স্ব এলাকায় মোটরসাইকেল শো-ডাউন, মিছিল ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শুরু করে দিয়েছেন। তারা ভোটারদের কাছে আসন্ন নির্বাচনে মহান স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করতে ভোট প্রার্থণাও করছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno