আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৪:১৩

টাঙ্গাইলের দুই ইউনিয়নে সীমানা নির্ধারণের পর নির্বাচনের দাবি

 

দৃষ্টি নিউজ:

dristy.tv pic-75টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ও ছিলিমপুর ইউনিয়নের সীমানা নির্ধারণ ও ওয়ার্ডে ভোটার পূনর্বিন্যাসের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ এপ্রিল) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ছিলিমপুর ইউপি চেয়ারম্যান মো. হাসমত আলী। মাহমুদনগর ও ছিলিমপুরের ইউপি সদস্যদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে তিনি বলেন, রাক্ষুসি যমুনা ও ধলেশ্বরী নদী ভাঙন জনিত কারণে মাহমুদনগর ও ছিলিমপুর ইউনিয়নের ২-৩টি ওয়ার্ড নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং ছিলিমপুর ইউনিয়নের অলোয়া-ভবানী পৌর এলাকার মধ্যে পড়লেও ভোটার হয়েছে ছিলিমপুর ইউনিয়নে। এই মর্মে গত ০৯/১১/২০১৪ইং ও ২৭/০৪/২০১৫ইং তারিখে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় ছিলিমপুর ইউনিয়ন থেকে অলোয়া ভবানীকে পৌরসভায় স্থানান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই সমস্যা জনিত কারেণ ইউনিয়নের সীমানা নির্ধারণ ও ওয়ার্ড-এর ভোটার পূণর্বিন্যাস অতিব জরুরি। মাহমুদনগর ও ছিলিমপুর ইউনিয়নের জনসাধারণের দাবি, অনতিবিলম্বে সীমানা নির্ধারণ ও এলাকা পূণনির্ধারণ করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হোক। তিনি বলেন, নদী ভাঙনজনিত কারণে সীমানা নির্ধারণ প্রয়োজন থাকায় জনপ্রতিনিধিরা লিখিতভাবে স্থানীয় সরকার সচিব, জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। জেলা প্রশাসক সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয়তা থাকায় উপজেলা নির্বাহী অফিসারকে সীমানা নির্ধারণ কমিটি করার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার সিমানা নির্ধারণ কমিটি গঠন করেন। কমিটি সীমানা নির্ধারণ কাজ পরিচালনা করছে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক, জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন কমিশনকে সীমানা নির্ধারণের প্রয়োজন আছে মর্মে অবহিত করেন। নির্বাচন কমিশন তফসিল থেকে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর, ছিলিমপুর, কাতুলী ও কাকুয়া ইউনিয়নসমূহকে তফসিল থেকে বাদ রাখেন এবং মহামান্য হাই কোর্টে দায়েরকৃত মাহমুদনগর রিট পিটিশন নং- ১১৪৯/১৬ এবং ছিলিমপুর ইউনিয়নে দায়েরকৃত রিট পিটিশন নং- ১১৪৭/১৬ খারিজ করে দেন। পরে সংক্ষুব্ধ পক্ষদ্বয় মহামান্য সুপ্রিম কোর্টে মাহমুদনগর ও ছিলিমপুর ইউনিয়নের লিভ টু আপিল নং- ৩৪৮১/২০১৬ ও ৩৪৮২/২০১৬ শুনানীর জন্য ধার্য করেন। ধার্যকৃত আগামী তারিখ-১৩/০৭/২০১৭ইং।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাহমুদনগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর ইসলাম,  ছিলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাসমত আলী, ইউপি সদস্য আমিনুর রহমান, মো. ছানিলুর রহমান মিয়া প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno