আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৯:২০

টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের জিআই নিবন্ধন চায় জেলা প্রশাসন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচমের চুক্তির মাধ্যমে ভৌগলিক নির্দেশক (জিআই) নিবন্ধন চায় জেলা প্রশাসন। বুধবার(১২ এপ্রিল) জিআই নিবন্ধন পেতে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার হলফনামায় স্বাক্ষর করেছেন।


টাঙ্গাইলের প্রায় দুইশ’ বছরের ঐতিহ্য পোড়াবাড়ির চমচমের জিআই নিবন্ধন পেতে আবেদন প্রক্রিয়া এগিয়ে নিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বুধবার দুপুরে হলফনামায় স্বাক্ষর করে শিল্পমন্ত্রণালয়ের পেটেণ্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে(ডিপিডিটি) পাঠিয়েছেন।


এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আবুল হাশেম, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশ, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম ব্রিটিশ শাসনামল থেকে দেশ-বিদেশে সমাদৃত। এ চমচমের ইতিহাস-ঐতিহ্য ও বিপণন নিয়ে দৈনিক যায়যায়দিন, দৃষ্টি.টিভি সহ বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno