আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১২:০৮

টাঙ্গাইলের বাঘিল সাধারণ পাঠাগারের শিক্ষা বৃত্তি বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌরসভার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাঘিল সাধারণ পাঠাগারের শিক্ষা বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই/ গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি’ প্রতিপাদ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী(মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে বাঘিল সাধারণ পাঠাগার ওই শিক্ষা বৃত্তির আয়োজন করে।

দাইন্যা ইউপি চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাভু সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান করেন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘিল কেকে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. দানেছ আলী মিঞ্জু, বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. রাজ কিরন সাহা, বাঘিল সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশরাফ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মাওলানা মুহাম্মদ আব্দুল বারী।

অনুষ্ঠানে পুরস্কার গোল্ড মেডেল, অর্থ, সনদ ও বই দেয়া হয় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno