আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ১০:৩৫

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সদর উপজেলার রসুলপুর গ্রামে শুক্রবার(৩০ মার্চ) দুপুরের দিকে ভয়াবহ অগ্নিকা-ে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রসুলপুর গ্রামের কুরবান আলীর বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে শুক্রবার হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহুর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে কুরবান আলী, উজ্জ্বল, কুদরত এবং মোফাজ্জল হোসেনের বসতঘরসহ ঘরের ভিতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno