আজ- ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ১০:৩৮

টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীর ভূমিকা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে সমাবেশ, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।


টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন এক সমাবেশের আয়োজন করে।


আলোচনা সভা উদ্বোধন করেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএস সিরাজুল হক আলমগীর।


বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্ন্যাসী রমেশ কুমার কোচের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুভাস চন্দ্র সাহা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সাইন্স বিভাগের

সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. ঊষারঞ্জন কোচ, গাজীপুর জজ কোর্টের আইনজীবী রিপন চন্দ্র রায়, বাংলাদেশ কোচ আদিবাসী যুব সংগঠনের আহ্বায়ক গোপাল চন্দ্র কোচ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন- বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno