আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:৫৬

টাঙ্গাইলে ইন্টার্নি চিকিৎসকদের অবস্থান ধর্মঘট

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্নি চিকিৎসকরা বকেয়া সম্মানী ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে তারা এ অবস্থান ধর্মঘট পালন শুরু করে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা বঞ্চিত হচ্ছেন।

আন্দোলনরত চিকিৎসকরা জানান, গত জানুয়ারি মাস থেকে তারা সম্মানী ভাতা পাচ্ছেন না। কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

তাই বাধ্য হয়ে তারা এ অবস্থান ধর্মঘট পালন করছেন। যতক্ষণ পর্যন্ত তারা সম্মানী ভাতা না পাবেন ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলতে থাকবে।

পরে বুধবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়কের আশ্বাসে ইন্টার্নি চিকিৎসকরা অবস্থান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাদিকুর রহমান জানান, তিনি নতুন যোগদান করেছেন। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।

হাসপাতাল ফান্ডে টাকা না থাকা ও তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহনে সময় ব্যয় হওয়ার কারণে তাদের সম্মানী ভাতা পেতে একটু সময় লাগছে। দ্রুতই তারা তাদের সম্মানী ভাতা পেয়ে যাবেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno