আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  বিকাল ৫:৩০

টাঙ্গাইলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

01-21
বিশ্ব মুসলিম উম্মাহ্র সাথে সঙ্গতি রেখে টাঙ্গাইলেও সোমবার (২৬ জুন) যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান খোলশেদ আলম, পৌর মেয়র জামিলুর রহমান মিরনসহ সর্বস্তরের মুসুল্লীরা এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান। নামাজ শেষে বিশ্ব শানিত কামনায় দোয়া করা হয়। এরপর মুসুল্লীরা একে অপরের সাথে কোলাকোলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি মির্জাপুরে, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি কালিহাতীতে, অনুপম শাহজাহান জয় এমপি সখীপুরে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম নিজ এলাকা টাঙ্গাইল শহরের থানাপাড়ায় ঈদ উদযাপন করছেন। অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, খন্দকার আব্দুল বাতেন এমপি ও খন্দকার আসাদুজ্জামান এমপি ঢাকায় ঈদ উদযাপন করছেন। এছাড়া মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী আমানুর রহমান রানা এমপি গাজীপুরের কাশিমপুর কারাগারে ঈদ উদযাপন করছেন। একই সঙ্গে জেলার ১২টি উপজেলার বিভিন্ন ঈদগাঁ মাঠে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, জেলার অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় গোপালপুর উপজেলায় নির্মানাধীন ২০১ গম্বুজ মসজিদে। এখানে কয়েক হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno