আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১:৫৪

টাঙ্গাইলে এইচআইভি প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে এইচআইভি/এইডস প্রতিরোধে লাইট হাউজের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ নভেম্বর) সকালে সিভিল সার্জন সভাকক্ষে আইসিডিডিআরবি’র ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের সহয়তায় জেলা পর্যায়ের কর্মকতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. শরিফ হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন। হিজড়া সম্প্রদায় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিবিও লিডার মিলা।

জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের তত্বাবধানে পরিচালিত ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ’ নামক প্রকল্পটি ১৮টি জেলায় ২৫টি সার্ভিস সেন্টারের অত্যন্তঝুকিপূর্ণ পুরুষ ও হিজড়া গোষ্ঠীর জন্য এইডস প্রতিরোধ কার্যক্রমের সফলতার চিত্র তুলে ধরা হয়। এছাড়া এইডস থেকে বাচার উপায় ও প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno