আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৯:১১

টাঙ্গাইলে এক একর সরকারি ভূমি অবৈধদখলমুক্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাউসা মৌজার চরবাউসা গ্রামে অবৈধদখলে থাকা খাস খতিয়ানভুক্ত এক একর ভূমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচি রাণী সাহা ওই উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এ সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন ও সহকারী কমিশনার(ভূমি) মো. খায়রুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন জানান, স্থানীয় প্রভাবশালী রেজাউল করিম দীর্ঘদিন ধরে ওই ভূমি জবরদখল করে রেখেছিলেন। জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির নির্দেশে ওই ভূমি জবরদখলমুক্ত করা হয়।

তিনি আরও জানান, জবরদখলমুক্ত করা সরকারি ১নং খতিয়ানের ওই ভূমিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ন প্রকল্প করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno