আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:০২

টাঙ্গাইলে এক লাখ তালগাছ রোপণের কর্মসূচি উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবী বজ্রপাতের ঝুঁকি কমাতে শহরের সরকারি কুমুদিনী কলেজ চত্ত্বরে বুধবার(৯ নভেম্বর) তাল গাছের চারা রোপণের মধ্যে দিয়ে জেলায় এক লাখ চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. বদরুল আলম।


জেলায় এক লাখ তালগাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সবুজ পৃথিবীর সভাপতি মো. মোফাখখারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি কুমুদিনী কলেজের সহযোগী অধ্যাপক গোপিনাথ দত্ত, কৃষ্ণ চন্দ্র ধর, আ. রাজ্জাক, সজিব বণিক, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. এরফানুজ্জামান রুনু প্রমুখ।


প্রকাশ, বজ্রপাতের সংখ্যাধিক্যের কারণে সবুজ পৃথিবীর উদ্যোগে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশ বিশেষ এলাকায় এক লাখ তাল গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহন করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno