আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৯:৫৫

টাঙ্গাইলে এসএমই পণ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে এসএমই পণ্য মেলা উপলক্ষে বুধবার(১৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, দেশে সাধারণ শাখার শিক্ষার্থীর সংখ্যা প্রচুর। অথচ দেশে কারিগরি শিক্ষার অভাব রয়েছে। তাই সকলকে কারিগরি শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে, তবেই দেশ ডিজিটাল হবে। তিনি আরো বলেন, টাঙ্গাইল জেলায় বাল্যবিয়ের সংখ্যা অনেক বেশি, সারা দেশে এ জেলার অবস্থান শীর্ষ চারে। এবিষয়ে সকলকে আরো সচেতন হতে হবে।
তিনি বলেন, সারা দেশের ন্যায় টাঙ্গাইলকেও ভিখারী মুক্ত জেলা ও নগরী করা হবে। এসএমই পণ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরো বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno