আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:২০

টাঙ্গাইলে ওষুধের গুদাম সিলগালা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানীর ওষুধের এজেন্ট ও সরবরাহকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান শামসুল হক এন্টারপ্রাইজের ওষুধের গুদাম ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(২ জুলাই) সকাল সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান ও আল মামুনের নেতৃত্বে শহরের জেলা সদর রোডে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে শামসুল হক এন্টারপ্রাইজের গুদাম ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুদামে বিপুল পরিমাণ ‘বিক্রি নহে ঔষধ’ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায় এবং ওই গুদামের কোন অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হয় ও ভিতরের পরিবেশ ওষুধ সংরক্ষনের উপযোগী নয় বলে পরিলক্ষিত হয়। গুদামে রাখা ওষুধের গায়ে মেয়াদের টেম্পারিং পরিলক্ষিত হয়। ওষুধের প্রতিটা প্যাকেটে পুলিশ হসপিটাল সিল দেয়া ছিল। যা ওষুধ আইন ১৯৪০ সালের ১৮ ধারায় আইন ভঙ্গ হয়েছে। এ কারণে ২৭ ধারায় নগদ দুই লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে ও গুদাম সিলগালা করে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno