আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৫:৫৪

টাঙ্গাইলে ক্যাবল টিভি নেটওয়ার্কে এক লাখ টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:

বাংলাদেশী দর্শকদের জন্য বিদেশী চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ ও তথ্য মন্ত্রণালয় নির্ধারিত ক্রমানুসারে টিভি চ্যানেল সমুহের সম্প্রচার নিশ্চিতকরণে টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার(৫ জুলাই) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজজামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত জেলার কয়েকটি ক্যাবল টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে সরকারি নিদের্শনা অমান্য করায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর আওতায় করটিয়া স্যাটেলাইট কানেকশন অ্যান্ড ক্যাবল টিভি নেটওয়ার্ক এবং এলেঙ্গা ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ককে ৫০হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ এবং বিটিভি’র জেলা প্রতিনিধি জে সাহা জয় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno