আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ১২:৩২

টাঙ্গাইলে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা সদর বধ্যভূমি মাঠে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ জুন) বিকালে বেসরকারি সংগঠন ডরপ সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন জাতীয় সংসদে দ্রুত পাস করার দাবি জোরদারে জনসচেতনতায় ওই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।


ডেভলপমেণ্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়র(ডরপ) নির্বাহী উপদেষ্টা ও সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা আজহার আলী তালুকদারের সভাপতিত্বে ঘুড়ি উৎসবে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আবুল হাশিম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডরপ’র মাইক্রোক্র্যাডিট ফাইন্যান্স অফিসার মো. আনোয়ার হোসেন।


পরে সংগঠনের তামাক বিরোধী যুব ফোরাম ও জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন এবং স্থানীয় জনগন ঘুড়ি উৎসবে অংশগ্রহন করে।


প্রকাশ, বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভলপমেণ্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়র(ডরপ) ১৯৮৭ সাল থেকে মাতৃত্বকালীন ভাতা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক কর বৃদ্ধির বিষয়ে কাজ করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno