আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:৪৮

টাঙ্গাইলে চার ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে চার ফার্মেসীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(১৫ জানুয়ারি) বিকালে শহরের রেজিষ্ট্রিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‌্যাব-১২’র সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান, জেলা ড্রাগ সুপার নার্গীস আক্তারসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন বলেন, অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে ওষুধ ফার্মেসীর মালিক প্রনব সাহাকে ২০ হাজার টাকা, প্রভাত সাহাকে ১০ হাজার টাকা, আব্দুল লতিফকে ৩ হাজার টাকা ও অরুণ চৌধুরীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওষুধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় তাদের জরিমানা করা হয়। এ ছাড়া অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধংস করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno