আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১২:৫৮

টাঙ্গাইলে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে টিকা কার্যক্রমের উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে প্রথম বারের মতো জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের বিনামূল্যে এইচপিডি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার(১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ওই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।


টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় আয়োজিত টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সিভিল সার্জন কার্যালয় জানায়, টাঙ্গাইল জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে এ টিকা দেওয়া হবে। এর মধ্যে পঞ্চম শ্রেণির ৪৫ হাজার ৪৮৪ জন, ষষ্ঠ শ্রেণির ৩৮ হাজার ৩৮১ জন, সপ্তম শ্রেণির ৩৫ হাজার ২৮৫ জন, অষ্টম শ্রেণির ৩৩ হাজার ৯৭২ জন ও নবম শ্রেণির ৩৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে।


টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, এ টিকা নিতে প্রথমে অনলাইন নিবন্ধন করে পরে টিকা নিতে হবে। এ টিকা কার্যক্রমের আওতায় জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক লাখ ৮৬ হাজার ৬৭২ জন কিশোরীকে দেওয়া হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno