আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:৫০

টাঙ্গাইলে জাতীয় পাট দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(৬ মার্চ) পাটর‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য পাটর‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক ও এনডিসি মো. রোকনুজজামান। টাঙ্গাইল পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শহিদুল ইসলামের উপস্থাপনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মো. আনোয়ার হোসেন, সাংবাদিক রতন সিদ্দিকী, ছয়আনি বাজার চাল ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকবর আলী, পাট ব্যবসায়ী ও চাষী মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রাশেদ খান মেনন রাসেল, টাঙ্গাইল সদর উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, ঘাটাইল উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নূরী, বাসাইল উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ মিয়া, নাগরপুর উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, মধুপুর উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, ভূঞাপুর উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুমন সাহা, দেলদুয়ার উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, কালিহাতী উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. ফারুকুজ্জামান ও গোপালপুর উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বাশার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno