আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:১২

টাঙ্গাইলে জাতীয়পার্টির সম্পাদক মোজাম্মেল সহ পাঁচ নেতাকর্মী কারাগারে

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ছিনতাই, চাঁদাদাবি ও হত্যার হুমকির অভিযোগে আদালতে দায়ের করা মামলায় জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার(৪ সেপ্টেম্বর) দুপুরে এ মামলায় টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবুল মনসুর মিয়া জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য অভিযুক্তরা হচ্ছেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সামসুদ্দৌহা যুবরাজ, মোজাম্মেল হকের মেজ ছেলে নবীন, জাতীয় ছাত্র সমাজের নেতা সানি ও রাজু।
কোর্ট ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, গত ৩ আগস্ট জেলা জাতীয়পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার বাদি হয়ে জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক ছিনতাই, চাঁদাদাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। এ মামলায় মোজাম্মেল হকসহ পাঁচ আসামি হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান। ২ সেপ্টেম্বর পর্যন্ত এ জামিন আদেশে হাইকোর্ট নিম্ন আদালতে জামিননামা জমা দেয়াসহ ৩ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে এ মামলার আসামি জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ পাঁচ নেতাকর্মী হাইকোর্টের ওই নির্দেশ অমান্য করে ৪ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো অন্য আসামিরা হচ্ছেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সামসুদ্দৌহা যুবরাজ, মোজাম্মেল হকের মেজ ছেলে নবীন, জাতীয় ছাত্র সমাজের নেতা সানি ও রাজু।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno