আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৯:০২

টাঙ্গাইলে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নে দায়িত্ব সবার’- প্রতিপপাদ্যে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার(৭ অক্টোবর) সকালে স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্কতার সাথে জন্ম সনদ নিববন্ধনসহ ও মৃত্যু সনদ প্রদানের আহŸান জানানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno