আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:১৯

টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবসে নতুন ৮৭ জনের নিবন্ধন

 

দৃষ্টি নিউজ:

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। শনিবার(২ মার্চ) জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট জিয়াউল ইসলাম চৌধুরী।


এরআগে জেলা নির্বাচন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক ও আদালত চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা নির্বাচন কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফুদ্দীন, তথ্য অফিসার তাসলিমা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।


জাতীয় ভোটার দিবসে টাঙ্গাইলে ৮৭ জন নতুন ভোটার নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছে। এছাড়া ২৫ জনকে স্মার্ট ভোটার আইডি ও পাঁচজনকে লেমিনেটিং কার্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno