আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ১২:১৬

টাঙ্গাইলে জাতীয় শোক দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

শনিবার(১৫ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোট

মনির, জেলা প্রশাসক মো. আতাউল গনি ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পুস্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

এ সময় একে একে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জেলা মহিলা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোজের উদ্বোধন করেন, জেলা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

এছাড়া জেলা শহরের প্রত্যেক ওয়ার্ডের পাঁচ শতাধিক স্থানে গণভোজের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno