আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১১:০৯

টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। পালিত হয়েছে। মঙ্গলবার(২ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামন।


দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মঙ্গলবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।


জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান, মাহবুউল খোশনবিস প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno