আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৯:০৯

টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নানা দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ জেলা শাখা। মঙ্গলবার(৩১ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নকরণ, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানে কালক্ষেপন না করা এবং পেশাগত তিন দফা বাস্তবায়ন ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক মীর মহম্মদ হোসেন চুন্নু, সদস্য সচিব এএইচএম জাহাঙ্গীর আলম খান, আইবিইবি’র চাকুরি বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ রানা, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহরিয়ার মো. নাজমুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno