আজ- ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:২০

টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের শিক্ষার্থীরা রোববার(২৮ এপ্রিল) সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নাসিং শিক্ষা ধংসের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা ধ্বসের ষড়যন্ত্র রুখতে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নাসের্স ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখা সভাপতি খুর্শিদা জাহান খুশি, সিনিয়র সভাপতি মেহেদি হাসান সাকিব, সাধারণ সম্পাদক রুমি খাতুন প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

তাদের দাবিগুলো হচ্ছে, বেঙ্গল নাসিং কাউন্সিল অ্যাক্ট ১৯৩৪ পরবর্তীতে পাকিস্তান নাসিং কাউন্সিল অ্যাক্ট ১৯৫২, পরবর্তীতে বাংলাদেশ নাসিং কাউন্সিল অর্ডিন্যান্স ১৯৮৩ ও বর্তমান বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ নাসিং সংক্রান্ত কোর্স কারিকুলামের একক ক্ষমতা প্রদান করা হলেও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড আইন-২০১৮ অনুযায়ী চতুরতার আশ্রয় নিয়ে ভিন্ন নামের পাশে (ব্রেকেট/স্ল্যাশ ব্যবহার করে) পেশেন্ট কেয়ার/নাসিং, হেলথ নাসিং টেকনোলজি শিক্ষা ও পরিচালনার সাংঘর্ষিক ও বিতর্কিত আইন বাতিল করতে হবে।
সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারী ব্যতীত কোন শিক্ষার্থীকে নিবন্ধন দেয়া যাবে না এবং অতিবিলম্বে কম্প্রিহেনন্সিভ পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ কারগরি শিক্ষাবোর্ড এর চতুরতায় পরিচালিত এসব কোর্স অতিবিলম্বে বন্ধ করতে হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno