আজ- ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:১২

টাঙ্গাইলে তামাক কর ও মূল্যবৃদ্ধি বিষয়ক ওরিয়েণ্টেশন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ’র উদ্যোগে ২৫ জন বিড়ির শ্রমিকের সাথে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কর ও মূল্যবৃদ্ধি বিষয়ক ওরিয়েণ্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ মার্চ) দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বার্তা তালতলা মোড়ে ওই ওরিয়েণ্টেশন সভার আয়োজন করা হয়।


ওরিয়েণ্টেশন সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জীবন সাহা। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সদস্য মো. নুর ইসলাম, মো. আব্দুর রশিদ প্রমুখ। এসময় স্থানীয় বিড়ি কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, বিড়ি বা তামাকজাত দ্রব্য জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই তামাক কর ও মূল্যবৃদ্ধি করা অবশ্যই প্রয়োজন। এতে প্রাপ্তবয়স্ক ও তরুণরা ধূমপান থেকে নিরুৎসাহিত হবে। তামাক ব্যবহারকারীদের তামাকজনিত রোগ যেমন- হৃদরোগ, স্ট্রোক, সিওপিডি বা ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।


বক্তরা আরও বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পরিপ্রেক্ষিতে তামাককর বৃদ্ধি করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কর বৃদ্ধি হলে প্রাপ্তবয়স্করা ধূমপান হতে বিরত থাকতে উৎসাহিত হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno