আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ১১:৫৯

টাঙ্গাইলে দুই ওষুধ বিক্রেতার অর্থদন্ড

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ওষুধ দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন জানান, ১৯৪০ সালের ঔষধ আইন এর ১৮/২৭ ধারায় অনুমোদন বিহীন ওষুধ ও লাইসেন্স নবায়ন না থাকায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে প্রগতি ফার্মেসীর মালিক প্রদীপ সরকারকে ৩০ হাজার টাকা ও ভূপতি ফার্মেসীর মালিক নৃপতি মুকুট পালকে ২০ হাজার টাকা। এসময় অনুমোদনবিহীন ওষুধগুলোও জব্দ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno