আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  বিকাল ৩:০৮

টাঙ্গাইলে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র‌্যালি

 

দৃষ্টি নিউজ:


‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ স্লোগান নিয়ে টাঙ্গাইলে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার(১ এপ্রিল) সকালে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শহরের ডিসি লেকের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন, দুপ্রক জেলা শাখার সহ-সভাপতি আতাউর রহমান আজাদ, হোসেনে আরা আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ প্রমুখ।
মানববন্ধন শেষে ডিসি লেকের সামনে থেকে একটি দুর্নীতি বিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno